(লক্ষ্মীপুর) জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমির সীমানা-প্রচীরের খুঁটিকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যেই দ্বন্দ্ব লেগেই আছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে। এ বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে কয়েকবার মামলা হামলা ও হয়েছে।বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের (১নং ওয়ার্ড) মাষ্টার বাজার সংলগ্ন মুন্সি বাড়ীতে গেলে এ তথ্য পাওয়া যায়।এর আগে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সি বাড়ীর আবুল কালামের জমিতে জোরপূর্বক তার প্রতিবেশী ইসমাইলের ছেলে নূর হোসেনের নেতৃত্বে একটি টয়লেট নির্মাণ করা হয়।ভুক্তভোগী আবুল কালামের দুই ছেলে আবুল কাশেম মানিক ও মো. একরাম উদ্দিন জসিম টয়লেট নির্মাণে বাঁধা দিতে গেলে ইসমাইলের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ানো চেষ্টা করে।ভুক্তভোগী আবুল কাশেম বলেন, জোরপূর্বক তার প্রতিপক্ষ ইসমাইল হোসেনের ছেলে নূর হোসেন ও তাদের লোকজন একটি টয়লেট নির্মাণ করার পাঁয়তারা করছে। একইদিন তাদের সঙ্গে আদালতে একটি সি-আর মামলার সাক্ষীর শুনানি ছিল। সাক্ষী আবুল কাশেমের পক্ষেই কথা বলাই তার প্রতিপক্ষ ইসমাইল হোসেনের ছেলে নূর হোসেন ক্ষিপ্ত হয়ে বাড়ীতে এসে বিরোধপূর্ণ জমিতে একটি টয়লেট নির্মাণ করে।স্থানীয়রা বলছে এ বিরোধপূর্ণ জমির পরিমাপ নিয়ে একাধিকবার মাপজোপ হয়েছে। কিন্তু দু’পক্ষের কেউ কারো প্রতি আন্তরিক নয়। এজন্য তাদের এ বিরোধ সমাধান হচ্ছে না।বাড়ীতে গিয়ে অভিযুক্ত ইসমাইল ও তার ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে ইসমাইলের ভাতিজা ও তাদের অভিভাবক মো. সেলিম উদ্দিন বলেন, দীর্ঘ বছর ধরে তাদের সঙ্গে আবুল কালামদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কয়েকবার থানা পুলিশ উপস্থিত থেকে জমির পরিমাপ করছে। এরপরও সমাধান হচ্ছে না। দুই পক্ষের কেউ আন্তরিক নয়। তবে এখনও সুযোগ আছে বিরোধ না জড়িয়ে দু-পক্ষ বসে সামাজিক মানুষদের নিয়ে স্থায়ী সমাধান করা সম্ভব।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে ভূক্তভোগী পরিবারে পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।