ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও সুচিত্র রঞ্জন দাস


নভেম্বর ১৩, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মান কাজ শুরু হয়েছে । সারা দেশের ন্যায় ইসলামি ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত ২৩ সালে এই মডেল মসজিদের নির্মান কাজ শুরু হবার কথা থাকলেও ভুমি অধিগ্রহণ জটিলতা এবং ভুমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটির নির্মান কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভুমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মানে স্থানীয় জনগনের একটাই দাবি ছিল । অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস এর বিশেষ কর্ম কৌশল ও বিচক্ষণতায় ভুমি মালিকদের সাথে সমন্নয় করে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরির্দন করেন। একই সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মান কাজ করতে এবং ইসলামি ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন।মসজিদটির নির্মান কাজ মাঝ পথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘ স্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মানে জেলাপ্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসারের সূ-দৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।