ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার খোঁজে ভারতে অভিযান


নভেম্বর ১২, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের (টাকা) খোঁজে ভারতের একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একইসঙ্গে দেশটিতে অবৈধ অনুপ্রবেশ করা বাংলাদেশিদেরও খোঁজা হচ্ছে।মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং এর সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডে অভিযান চালিয়েছে ইডি। দুই প্রদেশের অন্তত ১৭টি স্থানে এই অভিযান চালানো হয়।অন্যদিকে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ডে অর্থপাচার সংক্রান্ত একটি মামলা হওয়ার পর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় ইডি এ তল্লাশি চালায়। মামলায় সীমান্তবর্তী এলাকায় হুন্ডির মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ করা হয়।প্রতিবেদনে পশ্চিমবঙ্গের দৈনিকটি আরও জানায়, কর্মকর্তারা প্রথমে এক নারীর বাড়িতে অভিযান চালিয়েছেন। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে কয়েকজন নারীকে কাজের প্রলোভনে ভারতে আনা হয়। চোরাইপথে তাদের এনে অসাধু কাজে লাগানো হয়। পরে এক নারী পালিয়ে গিয়ে ঝাড়খণ্ডের একটি থানায় অভিযোগ করেছেন।ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝাড়খণ্ডে এ অভিযোগ করার পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের বিষয়টি ইডির তদন্তে উঠে আসে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এসব কালোটাকা সাদা করা হচ্ছে।ইডির হাতে অনুপ্রবেশ ঘিরে ‘কালোটাকা লেনদেনের ব্যবসা’র তথ্যও সামনে এসেছে বলে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।