ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪

রাজাগঞ্জে গাজী বোরহান উদ্দিন সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন


নভেম্বর ১২, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব (সিলেট) প্রতিনিধি:   সিলেট-গাছবাড়ি-কানাইঘাট গাজী বোরহান সড়কের অবস্থা খুবই খারাপ। দীর্ঘ দিন ধরে জনগণ সংস্কারের জন্য দাবী করে আসলেও নেই কোন অগ্রগতি। জনপ্রতিনিধিরা হবে হয়ে যাবে বলে বলে আসছেন, কিন্তু সড়কের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সংস্কারের জন্য টেন্ডার ঘোষনা হওয়া স্বত্বেও নেই কোন ধরনের কাজের অগ্রগতি, চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি।

১১ নভেম্বর ২০২৪, রোজ সোমবার কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ বাস স্ট্যান্ডে গাজী বোরহান উদ্দিন সড়ক (সিলেট-রাজাগঞ্জ-গাছবাড়ি টু কানাইঘাট)  দ্রুত সংস্কারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার ব্যানারে উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী ব্যবসায়ী, সাধারণ জনগন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট৫ আসন তথা কানাইঘাট-জকিগঞ্জ এর মনোনয়ন প্রত্যাশী কানাইঘাট উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপি’র ১ম সহ সভাপতি জননেতা মামুনুর রশিদ (চাকসু)।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়ন এর চেয়ারম্যান মাও: শামসুল ইসলাম, কানাইঘাট উপজেলা বিএনপি’র সহ সভাপতি ওয়েস আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ছইফ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হোসেন মেম্বার, উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মাও: কয়সর আহমদ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান দেশের বিভিন্ন সংস্কারের পাশাপশি জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম সড়কগুলো, বিগত সড়কের এমপি মন্ত্রীরা টাকা লুটপাটের কারনে অনেক সড়ক চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। এই গাজী বোরহান উদ্দিন সড়ক অত্র এলাকার ছাত্র জনতা ও সাধারণ জনগনের জন্য একমাত্র চলাচলের মাধ্যম। কিন্তু সড়কের এমন ব্যাহাল অবস্থা হয়ে গিয়েছে যে কোন রকম ভাবে চলাচল করা যাচ্ছে না। বড় বড় গর্তের কারনে পানি জমাট হয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন। তাই অনতিবিলম্বে দ্রুত এই সড়কটি সংস্কার করে জনগণের চলাচলের জন্য উপযোগী করুন। সড়কটি তাড়াতাড়ি সংস্কার করে জনগণকে দুর্ভোগ ও দুর্ঘটনার কবল থেকে মুক্ত করতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।