ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৪


নভেম্বর ৯, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।  নভেম্বরের ৯  দিনে মারা গেছেন ৫৩  জন। ডেঙ্গুতে একদিনে ১ হাজার ১৩৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৬ জনে।

শনিবার  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৮৮ জন ভর্তিকৃত রোগী রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭১ হাজার ৫৬ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৫০ জনের মধ্যে ৪৮ দশমিক ৬  শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪ শতাংশ নারী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।