ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের বাস চুরি


নভেম্বর ৭, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিমিধি:   গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাস চুরির অভিযোগ উঠছে। গাড়িটির নম্বর ব- ১৪৬৪৩০। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চুরির ঘটনা ঘটেছে।

গাইবান্ধা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মত গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। এর আগে ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।’ এ বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।