স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২ নভেম্বর) দুপুর ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার জিতেন্দ্র সরকারের এর সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।
এতে আরো বক্তব্য রাখেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি)কামাল হোসেন পিপিএম,মুক্তিযুদ্ধোর কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার ও রাজনগর মংসজীবী সমিতির সভাপতি নুরুল আমিন, সাংবাদিক সাগর আহমেদ, সমবায়ী ইসমত মিয়া প্রমূখ