ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন


অক্টোবর ৩১, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   সেবার ব্রতে চাকরি এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো: রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আজ সকাল ০৮.০০ ঘটিকা হতে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার ও নারী প্রার্থীদের জন্য এক হাজার মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং ইভেন্ট সম্পন্ন হয়। তিন দিন ব্যাপী বিভিন্ন ধাপে শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Physical Endurance Test (PET) পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো: রেজাউল হক খান।

এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি ঢাকা এসবি বিশেষ পুলিশ সুপার(প্ল্যানিং ও রিসার্চ) মাহমুদা আমাতুল্লাহ, ঢাকা হেডকোয়ার্টার
অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি)
মোঃ খায়রুল আনাম।

অন্যান্য সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খাঁন, সিলেট সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো: সম্রাট তালুকদার, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী,
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ আজিজুর রহমান সরকার,হবিগঞ্জ সদর লস্করপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সহকারী সার্জন ডাঃ ইমরানুল হক তালুকদার,তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মদিনা কালিয়াপুরীসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।