ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে বর্নাঢ্য আয়োজনে আনন্দ পাঠশালার ৫ম বাষির্কী পালন


অক্টোবর ২৭, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি॥ মুন্সিগঞ্জে বনার্ঢ্য আয়োজনে শিক্ষার্থী সেচ্ছাসেবীদের বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠান “আনন্দ পাঠশালা’র ৫ম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, কেককাটা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশনেয় কোমলমতি শিক্ষার্থীরা, অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সেচ্ছাসেবীদের প্রতিযোগিতা।
পরে বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ৩জন সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেয় অতিথিরা। এসময় আলোচনা সভায় বক্তব্যে, দেশের কল্যানে সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সংগঠনের সভাপতি আব্দুল করিমের সভাপেিতত্ব অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক সিরাজুল হক মনি, মাহফুজা বেগম, শিক্ষক আশ্রাফুল ইসলাম মিশু, সোহাগ আহমেদ, যমুনা টিভির সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, ইন্ডেভারের সভাপতি আতিকুর রহমান সমিত, টংগিবাড়ী সেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি নাজমুল হাসান, আনন্দ পাঠশালার সাবেক সভাপতি আনিস খান, সাবেক সাধারণ সম্পাদক ঐশর্য ঐশি, কোষাধ্যক্ষ শাহারিয়ার আমিন।
আনন্দ পাঠশালার ফারদিন হাসান আবির জানান, প্রতিষ্ঠার পর থেকে ছিন্নমূল ও দুস্থ পরিবারের শিশুদের বিনামূল্য শিক্ষাসেবা প্রদানের কাজ করে আনন্দ পাঠশালা। শিশু শিক্ষার্ধীদের শিক্ষা উপকরণ থেকে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণও প্রদান করা হয়। সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী সহ সেচ্ছাসেবীর একার্যক্রম পরিচালনা করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।