ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


অক্টোবর ২২, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছেন। রাতে তারা এ চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাতে পৌনে দশটা পর্যন্ত বিক্ষোভকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

দিনভর কর্মসূচি পালনের পর রাতে কিছু বিক্ষোভকারী হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রাত ৮টার কিছু পর বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন দুই থেকে আড়াইশ বিক্ষোভকারী। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি সংগঠনের ব্যানারে সেখানে বিক্ষোভ হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।