ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৪


অক্টোবর ২১, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ ৪ আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিরা হলেন – নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মৃত-আব্দুল জলিলের পুত্র ফজল মিয়া (২৩) চৌশতপুর গ্রামের দুদু মিয়ার পুত্র কয়সর মিয়া( ২০) পৌর এলাকার সালামতপুর গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩২),কমলাপুর গ্রামের বাতেন উল্লার পুত্র বজলু মিয়া (৪৫) কে জিআর-৮৬/২২ (নবী) এর ১বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামিকে কারাদণ্ড দেওয়া হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মো: কামাল হোসেন পিপএম এর দিকনির্দেশনায় ও এসআই রাজিব রহমান,এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,
(ওসি) কামাল হোসেন পিপিএম. তিনি বলেন,গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪জনকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।