মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেল থেকে আবু সাঈদ বাবু (২২) নামে এক ম্যানেজারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মৃত সাঈদ বাবু তেঁতুলিয়া সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আবু সাঈদ তেঁতুলিয়ায় দোয়েল আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে গতকাল রাতে ওই হোটেলে মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলে সার্বিক অবস্থা ঠিক আছে কি’না দেখতে যায়। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজার ভিতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালার দিয়ে উঁকি দিলে ফ্যানের সাথে লাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থা দেখতে পায়। দ্রুত আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাবুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার বলেন মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণটি বিস্তারিত জানা যাবে।