ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপটই তার একমাত্র পতনের কারণ” : জামায়াত নেতা ড. রেজাউল


অক্টোবর ১৮, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর) সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে তার সীমাহীন অন্যায়, অহংকার আর ক্ষমতার দাপটই ধ্বংস করেছে। জামায়াত নেতারা সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আর শেখ হাসিনা কাপুরুষের মতো পালিয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) লক্ষ্মীপুরের কমলনগরে ২৮শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবসের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ষড়যন্ত্র করে চলেছে। সরকারের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

উপজেলা জামায়াত ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াত উপজেলা সেক্রেটারি জামাল উদ্দিন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মিজানুর রহমান মানিক, এডভোকেট আব্দুল্লাহ আল মারজান, তাসনিম আলম, আব্দুল আহাদ, সাইয়েদ আনোয়ার, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মাসরুরের ছোট ভাই মোঃ হুমায়ুন প্রমুখ।

অন্যান্য নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ঘুষ, সুদ ও দূর্নীতি মুক্ত। এর জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে আগামী নির্বাচনের মাধ্যমে সুযোগ করে দিতে হবে।

এ সময় জামায়াত নেতারা বাংলাদেশ চলমান সরকারের কাছে একটি প্রস্তাবনা তুলে ধরেন। (১) নদী ভাঙ্গন রোধ মেঘনার করাল গ্রাস থেকে রামগতি কমলনগরকে বাঁচানোর লক্ষ্যে টেকসই বাঁধ নির্মাণের কাজ শীঘ্রই সম্পূন্ন করতে হবে। (২) বন্যায় জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদীসহ সকল খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। (৩) নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উর্দ্ধগতি নিয়ন্ত্রন করা এবং জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। (৪) শিক্ষা উপকরণ ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং আদর্শ নাগরিক গঠনে কুরআন ও সুন্নার শিক্ষা ব্যবস্থা চালু করা। (৫) মাদক মুক্ত সমাজ বিনির্মাণের জনসচেতনতা তৈরী করা ও প্রশাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। (৬) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেয়া এবং যারা আহত হয়েছে সুচিকিৎসা নিশ্চিত করা। (৭) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা করেছে তাদের প্রচলিত আইনে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।