ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সাথে অভিমান: নিজ ঘরে মিললো কিশোরী রুম্পার ঝুলন্ত লাশ


অক্টোবর ১৭, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল একটু জেদী প্রকৃতির মেয়ে। খাবার নিয়ে তার মায়ের সাথে অভিমান করে গতকাল বুধবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে গলার সাথে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে লাশটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী সচেতন মহলের।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই,থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।