ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

পুলিশের ভীতি দূর করা ও জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করবো : পুলিশ সুপার


সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

নবাগত পুলিশ সুপার মো: আকতার হোসেন বলেছেন, পুলিশের ভীতি দূর করা এবং জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করবো। অনেক চ্যালেঞ্জ আছে সামনে সাংবাদিকদের অনেক সহযোগীতা দরকার। আপনাদের ভাল সহযোগীতায় অনেক কাজ করতে চাই।

কোটা বিরোধী আন্দোলন চলাকালে রামগঞ্জ ও রায়পুর থানা থেকে অনেক অস্ত্র ও গুলি লুট হয়েছে সেইগুলো উদ্ধার ও জড়িতদের ধরতে কাজ করবো। ইহাতে কোন ছাড় দেওয়া হবে না। আমাদের কোন দুর্বলতা বা বৈআইনি কোন কাজ দেখলে ধরিয়ে দেন। আমাদের সময় দেন আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও পুলিশের ইমেজ ফিরিয়ে আনা হবে কাজের মাধ্যমে।

পুলিশ বিগত সরকারের সময় অনেক পুলিশ ও বৈষ্যমের স্বীকার হয়েছে। আমরা বৈষম্যের স্বীকার হয়েছি বলে এখন এসপি হয়ে আপনাদের মাঝে ফিরিয়ে এসেছি। কাজের ক্ষেত্রে কোন ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিক, মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, পুলিশ বিশেষ শাখার (ডিআইওয়ান) মো. আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন – সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, কালাম উদ্দিন হাওলাদার, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্বাস হোসেন, সাইফুল ইসলাম স্বপনসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।