আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আহত শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম টঙ্গীবাড়ী শাখা। সোমবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে আহত শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল বারি, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রুকন ও আব্দুল্লাপুর ইউনিয়ন সহ সভাপতি মাওলানা হেমায়েত উদ্দিন। আহত তিন শিক্ষার্থী হলেন উপজেলার বালিগাও গ্রামের মো: তাওহিদ, সোনারং গ্রামের মেহেদী হাসান ফয়সাল ও খিলপাড়া ইউনিয়নের অন্তর ঢালী সোহাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামের টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল বারি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ৭ জন কে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং আহত ৫ জন কে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।