ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জ পত্রিকা বিক্রেতা মসলিম উদ্দিনের ইন্তেকাল


সেপ্টেম্বর ২১, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:   না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের প্রবীণ পত্রিকা বিক্রেতা মসলিম উদ্দিন। তিনি অসুস্থ জনিত কারণে শুক্রবার রাত ৯ ঘটিকার উত্তর মরুয়াদহ নিজ বাড়ীতে ইন্তেকাল ( ইন্না লিল্লাহে………….রাজেউন) করেন তিনি। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রয় করে আসছেন। বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, জনকণ্ঠ, ভোরের কাগজ, দৈনিক ঘাঘট, দৈনিক মাধুকর, দৈনিক আজকের জনগণসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পত্রিকা বিক্রয় করে ছিলেন তিনি। বিগত ৮০ দশকে তিনি ট্রেন যোগে ঢাকা হতে পত্রিকা নিয়ে এসে বিক্রি করতেন। ছাপড়হাটি ইউনিয়নের সকল কর্মরত গণমাধ্যম কর্মীর শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৯টার সময় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।