রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: শিক্ষা ঐক্য দেশপ্রেম “তারুণ্যের অপ্রতিরোধ্য আগামীর বাংলাদেশ” এই স্লোগান গুলো সামনে নিয়ে এগিয়ে যেতে চায় পাবনা জেলা ছাত্র পরিষদ ঢাকা কলেজ।
গত ৩০ই আগস্ট শুক্রবার পাবনা জেলা ছাত্র পরিষদ ঢাকা কলেজ কমিটি, নাজমুল হোসেন আদর কে সভাপতি এবং মাহাবুবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন হয়।
কমিটি তে আরো যারা আছেন পর্যায়ক্রমে সিনিঃ সহ-সভাপতি আরেফিন সাগর,সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ,কামরুল হাসান,সেলিম রেজা,সাব্বির রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ শেখ,আহমদ উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান,রিফাত হাসান,ইমরান হাসান,পারভেজ হাসান,নাজমুল হাসান,আব্দুর রব,প্রচার সম্পাদক বিপুল হোসাইন,দপ্তর সম্পাদক, তাওহীদুল ইসলাম তুষার, সদস্য আরাফাত,হাসিব আলী,নাফিউল খালেক নাঈম,বদরুল আলম অন্তর, রাহিম ইসলাম রানা,রোহান,মোরসালিন,রিপন।
পাবনা জেলা ছাত্র পরিষদ ঢাকা কলেজ এর নব গঠিত কমিটির সবাই বলেন, পাবনা থেকে যে সকল শিক্ষার্থী ঢাকা কলেজে আধ্যায়নরত আছেন, বা আগামীতে আধ্যায়ন করবেন তাদের সুখ, দুঃখ সকল প্রয়োজনে পাশে থাকা এবং সকল শিক্ষার্থীদের পাশে থাকবে, পাবনা জেলা ছাত্র পরিষদ ঢাকা কলেজ।