শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ শারীরিক অসুস্থাতার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ, সদস্য পদ সহ সব দলীয় পদ পদবী থেকে অব্যাহতি নিয়েছেন মো. শমেস উদ্দিন বাবু।নিজের স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে এ তথ্য জানান তিনি।ঘোষণাপত্রে মো. শমেস উদ্দিন বলেন, আমি ইউনিয়ন শাখায় দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগের দল পরিচালনায় একঘেয়ামি, স্বেচ্ছাচারিতা, হটকারিতা ও নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় এবং আমার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন করায় আওয়ামীলীগের উপর ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পারিবারিক চাপে পড়ি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় দায়িত্ব পালন করতে অক্ষম।এমতাবস্থায় আমি নিজ ইচ্ছায় ও নিজ জ্ঞানে কাহারো প্ররোচনায় না পড়িয়া সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে ঘোষণাপত্রে স্বাক্ষর করিয়া আমার সদস্য পদ ও সভাপতির পদ হতে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলাম।