ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা, আওয়ামী লীগের ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আগস্ট ২৭, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশকে হত্যার ঘটনায় থানার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭শে আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (২৫ আগস্ট) রাতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মালেক বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয় হাজার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।পুলিশ সুপার জানান, থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পুলিশ হত্যা মামলায় থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।উল্লেখ্য, ৪ই আগস্ট সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ওসি আবদুর রাজ্জাকসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।