ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

বন্যার্দের পাশে দাঁড়ানোর ছবি শেয়ার করে সমালোচনার মুখে তৌহিদ আফ্রিদি


আগস্ট ২৫, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  জন্ম থেকেই দুই হাত নেই । দরিদ্র পরিবারের সন্তান হয়ে জন্ম নেওয়া পাবনার জনপ্রিয় কন্ট্রেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি পরিচয় পান নতুন করে। তার জীবনের সমস্থ কার্যকলাপ থেকে শুরু করে দরিদ্র মানুয়ের  সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর ভিডিও তৈরী করে তা ফেসবুক ও ইউটিউবে শেয়ার করে জনপ্রিয়তা পান মানুষের মাঝে। ইতিমধ্যে তিনি কন্ট্রেন্ট নির্মাণের পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি দেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল ও ত্রিপুরা প্রদেশে জল বিদ্যুৎ কেন্দ্রের একটি গেট খুলে দেওয়ায় হঠাৎ বন্যায় ভেসে যায় । সেই সাথে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানির স্তর ক্রমেই বেড়ে যায় । সেইসাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর পানি বেড়ে আসায় ওইসব জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কারণে বন্যা কবলিত এলাকার বন্দী মানুষদের উদ্ধার ও সহযোগিতা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা পেশার মানুষ। সেই সাথে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বন্যার্দের মাঝে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। এরপর সেই ছবিকে ঘিরেই সমালোচনার ঝড় ওঠে । অনেকেই পোস্ট করে ক্যাপশনে লিখেছে,সহযোগিতা করলে সে অনুদান অথবা তার টিম পাঠাতে পারতো। কিন্তু এই দুই হাত নেই সেফটি কোট পড়ে ছবি পোস্ট দেওয়া তার ফটোসেশন ছাড়া কিছুই না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।