ভোরের খবর ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তাসংস্থা এএফপির সদ্য সাবেক ব্যুরো চিফ শফিকুল আলম। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দেন। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম বিশ বছর ধরে এএফপিতেই কাজ করেছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।