ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

হামলা,ভাংচুর মার্কেট দখল ও প্রান নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল করিম।


আগস্ট ১৩, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও প্রবাসী চর লরেঞ্চ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাসীন্দা নুরুল করিমের মার্কেট জোর পৃর্বক দখল, হামলা, ভাড়াটিয়াদের দোকান লুট,ভাংচুর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া যায় ।গত ০৫/০৮/২০২৪ ইং রাতে নুরুল করিম এর করইতোলা বাজারের ব্যাবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়াদের নগদ অর্থ, ঔষধ, বিভিন্ন মালপত্রসহ প্রায় প্রায় ২০ লক্ষ টাকা লুট করে এবং মার্কেট দখল করে নেয়। এ ছাড়া বাজারের দুই কিলোমিটার পশ্চিমে চর লরেঞ্চ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে অবস্থিত বসত বাড়িতে সন্ত্রাসী হামলা করলে এলাকাবাসীর সহযোগিতায় পালিয়ে যায়।ভুক্তভোগী নুরুল করিম বলেন,তার মার্কেটটি বর্তমানে নিজাম উদ্দিন এর দখলে রয়েছে। সেখানে নিজাম নতুন করে কাজ করাতে চাইলে সেনাবাহিনীর নির্দেশে কাজ স্থগিত রাখা হয়। তার বাজারের ঘর ভাংচুর, লুট,দখল এবং সন্ত্রাসী হামলার সাথে নজরুল ইসলাম মুন্না ও নিজাম উদ্দিনসহ কয়েক জনের নেতৃত্বেই হয়েছে।এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে নজরুল ইসলাম মুন্না বলেন, তিনি এ সকল ঘটনার সাথে জড়িতনা। যদি কেউ প্রমান করতে পারে আইন অনুযায়ী যে কোন শাস্তি আমি মেনে নিবো।মার্কেট দখলের অভিযুক্তকারি নিজাম মুঠোফোনে বলেন,তিনি কারো সম্পত্তি দখল করেনাই।দখলকৃত যায়গাটি তার নিজস্ব সম্পত্তি। এত দিন বৈষম্যের স্বীকার ছিলেন তাই যায়গাটি বেদখল ছিল।ভুক্তভোগী নুরুল করিম বাদী হয়ে মো: রোকন মাহমুদ, নজরুল ইসলাম মুন্না ও নিজাম উদ্দিনসহ ০৫জনের বিরুদ্ধে কমলনগরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার নিকট অভিযোগপত্র দেওয়া হয়। এ ছাড়া কমলনগর থানার অফিসার ইনচার্জ বরাবরে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়।কমলনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।