ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা


আগস্ট ১৩, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ আগস্ট) রাত ৮টার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর জেলা শাখার জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যা, সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা মো. নাসির উদ্দীন ও অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমীর অ্যাডভোকেট আবুল ফারহা নিশান, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, শিবির সভাপতি এমরান পাটোয়ারী ও সেক্রেটারি মো. ফরিদ উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় প্রেসক্লাবে সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলার শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে জামায়াত ইসলামী নেতাদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়।সভায় জামায়াতের শীর্ষ নেতারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সার্বিক সহযোগিতার চেয়েছেন। এবং ওনাদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের স্বাধীন সাংবাদিকতা করতে বলা হয়েছে। তাদের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে ছবিসহ সংবাদ পরিবেশন করা জন্য বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। দীর্ঘদিন বছর পর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।