ঢাকারবিবার , ২৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ খবর

চালু হলো মোবাইল ইন্টারনেট, তবে বন্ধই থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যম


জুলাই ২৮, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার। সংঘর্ষের এক পর্যায়ে ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার।এতে ভোগান্তিতে পড়েন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। এ সময় দেশের দৈনিক সংবাদপত্রের অনলাইন ও নিউজপোর্টালগুলোও বন্ধ হয়ে যায়। এতে মানুষ সংবাদ জানার জন্য ছাপা পত্রিকা ও টিভি চ্যানেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।এর পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশে বন্ধ রাখা হয়। স্বাভাবিক হয়নি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা।এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। আজ রোববার বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট (ফোর-জি)।এর আগে রাজধানীর বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও আপাতত বন্ধ থাকছে সামাজিক যোগযোগ মাধ্যম। ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩১ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে তাদের প্রতিনিধিকে সরাসরি বা লিখিত ব্যাখ্যা দিতে হবে।তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।