ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কানাডায় মানববন্ধন


জুলাই ১৮, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 শরীফ বাবু (টরেন্টো,কানাডা)থেকেঃ  কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কানাডার টরন্টোয় তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় সংস্কৃতি সংগঠন ‘অন্যস্বর’ ও অন্যান্য থিয়েটারের উদ্যোগে টরন্টোর শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।টরন্টোর বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকালে টরন্টোর শহীদ মিনারে সাধারণ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা সবধরণের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তারা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশের শুরুতে বাংলাদেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।