ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা


জুলাই ১১, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  পুলিশের বাঁধা উপেক্ষা করে এক দফা আদায়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ বাঁধা দেয়। কিন্তু শিক্ষার্থীরা তা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেয়।সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে মহাসড়কে দেড় শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রথমদিকে মারমুখী থাকলেও শিক্ষার্থীদের অবস্থান নেয়ার পর তাদেরকে সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা কথা ছিল। এ কর্মসূচি সফল করেই ঘরে ফিরবেন তারা।বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ছাত্রসমাজ বায়ান্ন-একাতত্তরের চেতনা ভুলে যায়নি। আজকে পুলিশ-প্রশাসনের বাঁধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ কর্মসূচি তার প্রমাণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আবদুল্লাহ আসিফ বলেন, আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও এ আন্দোলনে যুক্ত হয়েছি। কারণ এটি সম্পূর্ণ ন্যায়ের আন্দোলন। এই বৈষম্য আমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলে। আমি চাইনা এই বৈষম্য। আমি অবশ্যই কোটার যৌক্তিক সংস্কার চাই।ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস অ্যান্ড ট্র্যাফিক) আব্দুলাহিল কাফি বলেন, গত কয়েকদিনে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীবাহী গাড়িগুলোর। শিক্ষার্থীদের বলতে চাই তারা যেন বিচার বিভাগের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি পালন না করে। এর আগে, গতকাল (বুধবার) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া আদেশের উপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা দেয়। এ আদেশের পরও আইন পাশের মত নির্দেশনা না পেলে কর্মসূচি চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।