ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪

নবীগঞ্জে নারী ও শিশু মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার! 


জুলাই ৬, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইনউদ্দিন ওরফে চিনিমিয়া(৪৫), কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার  (০৫জুলাই) ভোর রাতে নারায়ণগঞ্জ চাষারা এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো: ৭ নং করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া পাটলী গ্রামের মর্তুজ আলীর পুত্র আইনউদ্দিন ওরফে চিনিমিয়া(৪৫) কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই বিজয় দেবনাথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জ শহর থেকে আইনউদ্দিন গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।