আপন সরদার মুন্সীগঞ্জঃ আখ চুরির অপবাদ দিয়ে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে এক শিশু শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে আজ বুধবার (৩ জুলাই ) বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।এর আগে টঙ্গীবাড়ি থানায় মামলা রুজু করে ওই বৃদ্ধাকে দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে বিকালে তাকে আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।অভিযুক্ত বৃদ্ধ আব্দুল করিম মাদবর (৬০) টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব নিতীরা গ্রামের বাসিন্দা ।বুধবার (৩ জুলাই) সকালে শিক্ষার্থী মো. সিয়ামের (১২) চাচা আলমগীর সরদার বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। পরে দুপুর পৌনে ২ টার দিকে পুলিশ মামলার আসামী ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।এর আগে মঙ্গলবার (২ জুলাই) বিকালে উপজেলার পূর্ব নিতিরা গ্রামে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সিয়ামকে গাছের সঙ্গে দড়ি দিয়ে হাত বেঁধে মারধর করে ওই গ্রামের আব্দুল করিম মাদবর। ছাত্র সিয়াম একই উপজেলার সোনারং গ্রামের টুকু সরদারের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মা-বাবার মধ্যে বিয়ে বিচ্ছেদ হওয়ায় ছাত্র সিয়াম নিতিরা গ্রামের নানা মন্নান শেখের বাড়িতে বসবাস করে আসছিলো। সম্প্রতি ওই গ্রামের আব্দুল করিম মাদবরের জমি থেকে আখ চুরি হয়। ওই চুরির অপবাদ দিয়ে ছাত্র সিয়ামকে ধরে নিয়ে গাছের সঙ্গে হাত বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়।ছাত্রের চাচা ডা. মো. আলমগীর সরদার বলেন, সিয়াম আখ চুরির সঙ্গে জড়িত নয়। তারপরও তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। আর সেই নির্যাতনের ভিডিও সবাই দেখেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই থানায় মামলা দায়ের করেছি।এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, শিক্ষার্থীকে বেঁধে মারধরের ঘটনা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মুন্সিগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন বলেন , বৃদধকে গ্রেফতার করে আদালতে আনা হলে টঙ্গীবাড়ি আমলি আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।