ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪

সন্দেহজনক আম-পারাকে কেন্দ্র করে তরুণীকে ধারালো দা দিয়ে কোপ


জুন ৪, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বগুড়া সোনাতলা উপজেলার ছোট বালুয়া কারিগরপাড়া গ্রামে সন্দেহজনক আমপারাকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী দুই পরিবার বাগবিতণ্ড,কথার এক পর্যায়ে নিলা(৩৫) স্বামী মো:লেবু প্রথমে আঘাত করেন সহেল রানার মেয়ে মোছা: ইতি খাতুনকে। জানা যায় ইতি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।পরবর্তীতে নিলা বেগম ও তার স্বামীসহ সহপরিবারে সহেল রানার পরিবারের উপর হামলা করে বসে, মারামারির এক পর্যায়ে নীলা বেগম ধারালো দা দিয়ে ইতি খাতুনের বাম পায়ে আঘাত করে বসে এবং ইতির গলায় থাকা ২৫ হাজার টাকার স্বর্ণের চেইন হাতিয়ে নেয় বলে দাবি করে ইতির পরিবার।পরবর্তীতে রক্তাক্ত ইতিকে তার পরিবার সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।স্থানীয় সুত্রে জানা যায়, নীলা বেগম প্রায়ই গ্রামে প্রতিবেশীদের সাথে সামান্য বিষয় নিয়ে ঝামেলা করে।তার ব্যপারে গ্রামের অধিকাংশ মানুষ ক্ষিপ্ত।এ বিষয়ে নীলা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোরো পায়ে কোপ দেইনি।পরবর্তীতে গণমাধ্যম তার স্বামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না,তাদের যদি ক্ষতি হয়ে থাকে তাহলে তারা আইনি ব্যবস্থা নিতে পারে। ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি দু:জনক,আমি নিজেও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম ইতিকে দেখার জন্য। দ্রুত দুই পরিবারকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।পরবর্তীতে বিষয়টি নিয়ে সোনাতলা থানায় এজাহার দায়ের করেন ইতির পরিবার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।