ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে কৃষক নেতা ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জুর স্মরণে আগামী ৩০ শে জুন কালীগঞ্জের মোবারক আলী স্কুল মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ২রা জুন রোজ রবিবার কালিগঞ্জ উপজেলার কোলা বাজারে কার্তিক বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তছলিম উর রহমান, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা উদয় শংকর মনি, বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলা সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব, কৃষক স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক কমরেড নজরুল ইসলাম মাস্টার, কমরেড আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।মতবিনিময় সভার শেষে কৃষক স্মরণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কার্তিক বিশ্বাসকে আহ্বায়ক এবং সেতুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কোলা বাজারের বাস্তবায়ন কমিটি আগামী ৮ই জুন বিকাল ৪ টায় কোলা বাজারে একটি হাটসভার ডাক দিয়েছে।