ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

কোটচাঁদপরে বৃদ্ধ আঃ রবের আয়ের উৎস মুদি দোকান পুড়ে ছাই


মে ২৯, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে,বয়োবৃদ্ধ আঃ রবের মুদি দোকান পুড়ে ছাই।(২৭ শে মে সোমবার)রাত ৮ টার সময় বয়োবৃদ্ধ আঃ রব এশার নামাজের সময় হলে নিজের মুদি দোকান বন্ধ করে দেয়। নামাজ পড়ে এসে দেখতে পান দোকানের সম্পূর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।আঃ রব জানান গতকাল ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতি জ্বালিয়ে আলোর ব্যবস্হা করি। এশার নামাজের সময় হয়তো মোমবাতি নেভানো হয়নি মনে হচ্ছে। সেই মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আমার বাড়ির সাথে রাস্তার পাশে মুদি দোকান করি কাঠ দিয়ে। কাঠের দোকান হওয়ার কারণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যে মালামাল ছিল তার আনুমানিক ৩৮ হাজার টাকার পরিমান হবে।নগদ টাকা একজন ১৫ হাজার দিয়ে যায় সেই টাকা রেখে নামাজে যায় সেটাও পুড়ে ছাই। কিভাবে এখন এই বৃদ্ধ বয়সে চলবো বলতে গেলে দুচোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে যায়।বয়োবৃদ্ধ হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের শেষ সম্বল মুদির দোকানটি পুড়ে ছাই হওয়ায় পার্শ্ববর্তী ইকবাল হোসেন, জহির, সাইদুল জানান এই দোকান দিয়ে বৃদ্ধ আঃ রব যা আয় করতেন সেটা দিয়ে সংসার চলতো।এখন সব মালামাল তো পুড়ে ছাই হয়ে গেছে কিভাবে দুমুঠো ভাত তুলে দেবে তার পরিবারের মুখে। সেই শোক যেন নিশ্চুপ করে দিয়েছে এলাকায় বসবাসরত সাধারণ মানুষের।যদি কোন হৃদয়বান ব্যক্তি তার পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করতেই দোকানে কিছু মালামাল ক্রয় করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাহলে কিছু দিন হয়তো পেট ভরে একটু ডাল ভাত খেতে পারতেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।