আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রচন্ড গরমে বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেনী কক্ষে সুমি আক্তার (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এই ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই শিক্ষার্থী কে টঙ্গীবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থী সুমি আক্তার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের সুমন মুন্সীর মেয়ে। ঘটনার সত্যতা স্বীকার করে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান জানান,তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী আহত হলে আমরা সাথে সাথে ওই ছাত্রী কে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ আছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।