ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪

কমলনগরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল


এপ্রিল ৫, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কমলনগরে শিক্ষকদের সম্মানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর স্থানীয় একটি  চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাতব্বরনগর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়,   কমলনগর  শাখার সহ-সভাপতি ও পাটারিরহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে  অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা জনাব এ আর হাফিজ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার উপদেষ্টা মাওলানা হুমায়ুন কবির, ডা: উদ্দিন মাহমুদ, কমলনগর শাখার সাধারণ সম্পাদক চর বসু SESDP মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজান মানিক,মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, শিক্ষক নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি  বলেন একজন শিক্ষক পারেন একটি আদর্শ সমাজ উপহার দিতে তাই আমরা সকলেই বিদ্যালয়ে আমাদের কোমলমতি সন্তানদেরকে যথাযথ পাঠদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষাও দিয়ে যাব তাহলে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে।বক্তাগনের আলোচনা শেষে বিশেষ দোয়া ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।