ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল


এপ্রিল ৫, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মনিরাম ফলগাছায় জাতীয় পার্টির সাবেক এমপি’র নিজ বাড়ীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইমদাদুল হক বাবলু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আজম হান্নু,রানা,মুনসী সাজুসহ উপজেলা জাতীয় পার্টি’র অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। এসময় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বর্তমান সংসদ সদস্যের উদ্দেশ্যে বলেন, উপজেলার উন্নয়নে আমরা আপনার পাশে আছি থাকবো কিন্তু সাম্প্রতিক সময় উপজেলার বিভিন্ন জায়গায় জনগনের প্রতি যে অন্যায়, জুলুম ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। আমরা জনগনের পাশে ছিলাম এখনো আছি আগামীতে থাকবো। গরিব অসহায় দিনমজুর আটো রিস্কা ভ্যান চালক, ব্যবসায়ীদের প্রতি জুলুম, বিনা দোষে হামলা মামলা করে হয়রানি করলে জনগণ নিয়ে আন্দোলন গড়ে তুলবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।