ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪

আশুলিয়া ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন


এপ্রিল ৪, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ  আশুলিয়ায় হঠাৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এছাড়া বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের যে তালিকা প্রকাশ করা হচ্ছে, তার কোনো কিছুই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন আশুলিয়া বাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ঘেমে জ্বর-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। এছাড়াও পবিত্র মাহে রমজানের কারণে  আরও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে।

আশুলিয়ার জিরাবো অঞ্চলের বাসিন্দা,  মাসুদ রানা জনবাণীকে বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই! তার ওপর শুধু রাতেই ৩-৪ বার লোডশেডিং হচ্ছে। কোনো কোনোদিন রাত থেকে ভোর পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। ফলে গরমে আমার পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারছেন না।  কেননা, রাতে বিদ্যুৎ না থাকলে ঘেমে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে হচ্ছে। একই সমস্যায় এ অঞ্চলের প্রায় সব পরিবার। ঘন ঘন এমন লোডশেডিংয়ে  মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন-তেমন কিন্তু, রাতে লোডশেডিং বন্ধ রাখা গেলে মানুষজন শান্তিতে অন্তত ঘুমাতে পারবে।
আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পেও ব্যাপক চাপ রয়েছে । এ অঞ্চলের খেটে খাওয়া সাধারণ শ্রমিকেরা ভোর ৬ টা থেকে কর্মক্ষেত্রে যোগ দেয়। যার কারণে রোজা রেখে  সারাদিন অফিসে কেটে গেলেও ইফতারের সময় থেকে বিদ্যুৎতের এমন লুকোচুরির কারণে চরম বিপাকে পড়েছেন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষও। ইফতারের আগে থেকেই বিদ্যুৎ যায়,আসে। থাকে অল্প সময়। এভাবে সারারাত লুকোচুরি। এমন লোডশেডিংয়ের কারণে ঘুম তো দূরের কথা শান্তিতে সাহরিও খেতে পারছে না মানুষ।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ আশুলিয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সোলাইমান আহম্মেদ এর  কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জনবাণীকে জানান, এ অঞ্চলে বিদ্যুৎতের ডিমান্ডের সাথে যে চাহিদা রয়েছে তার সাপ্লাই আমরা পাচ্ছিনা। যার কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তবে দু-চারদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আশা করি।
উল্লেখ্য, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার এমন অস্বাভাবিক লোডশেডিং নিরসনে সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।