ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪

যশোরে জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


মার্চ ২৩, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি :যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইফতার পূর্ব আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে বর্তমান সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, গোলাম রেজা দুলু, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম , অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।