নুরে আলম হাওলাদার:শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বালু বহনকারী মাহিন্দ্রা ট্রাকের চাপায় রিফাত শিকদার (১৪) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রিফাত শিকদার পশ্চিম নন্দনসার গ্রামের ইসমাইল শিকদারের ছেলে এবং হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর-পন্ডিতসার সড়কের পশ্চিম নন্দনসার এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে রিফাত বাড়ি থেকে বাইসাইকেলে করে ঘড়িসার বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সুরেশ্বরের বালু ব্যবসায়ী ছাত্তার মালতের মাহিন্দ্রার চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই মাহিন্দার চালক ও সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মাহিন্দ্রাটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘দুর্ঘটনার পর ঘটনা স্থল থেকে মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে কিন্তু চালক ও সহযোগীরা পালিয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। নিহত শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’