মোঃ মানিক হোসেন, বেড়া , (পাবনা) প্রতিনিধি \
পাবনার আমিনপুর থানা এলাকার আমিনপুর নতুন বাজারস্থ কবর স্থান থেকে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।তাদের স্বজনদের দাফন করা কঙ্কাল কখন আবার চুরি হয় ঘটনা স্থান পরিদর্শন করেছে আমিনপুর থানার ওসি।
মঙ্গলবার(১৯ মার্চ) ভোর রাতে এই কঙ্কাল চুরি হয়েছে বলে স্থানীদের কাছ থেকে জানা যায়।
সরজমিনে দেখা যায় আমিনপুর নতুন বাজার কবর স্থানে সর্ব মোট ১৫টি কবর খোড়া এবং সেখানে একটিও মরদেহের কঙ্কাল দেখা যায়নি।
জাতসাখিনী ইউনিয়নর ৭ নং ইউপি সদস্য কালাম মন্ডল জানান,দিবাগত ভোর রাতে খবর পায় নতুন বাজার কবর স্থান থেকে লাশ চুরি হয়েছে।খবর পেয়ে তাৎক্ষণিক আমিনপুর থানায় জানাই এবং সেখানে যাই।কবর স্থান থেকে সর্বমোট ১৪ টি কঙ্কাল চুরি হয়েছে।
কাদের দাফন করা কঙ্কাল চুরি হয়েছে জানতে চাইলে ইউপি সদস্য জানান সব গুলোই অনেক পুরাতন কবর।এখানে পাকা স্থায়ী কোনো কবর দেয়া নাই।কার দাফন করা কঙ্কাল চুরি হয়েছে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে আসা প্রতক্ষদর্শী রেখা পারভীন জানান, আমি সেহেরি খেয়ে ফজর নামাজ আদায় করে প্রতিদিনের ন্যায় আজও সেখানে আমার ভাইয়ের কবর জিয়ারত করতে যাই।যেয়ে দেখি একটি ট্রাক কবর স্থানের পাশে দাঁড়িয়ে আছে।আমাকে দেখে কবর স্থানে থাকা ৬ থেকে ৭ জন কালো কাপড়ের পোশাক পরিহিত মানুষ হাতে বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায় ।তখন আমি ভয়ে তড়িঘড়ি করে সেখান থেকে বাড়িতে চলে আসি। এখন শুনছি কবর স্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থান থেকে এভাবে কঙ্কাল চুরির ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি জানান রেখা পারভিন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান,খুব সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পাই আমিনপুর নতুন বাজার কবর স্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক অফিসার ফোর্সদের নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করি। কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।তবে এ বিষয়ে আমরা কাজ করছি আশা করছি খুব দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো ।