আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া মিশুক সহ ৩ চোর কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ই মার্চ) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানার নারিকেলবাগ ও জিনজিরা এলাকা থেকে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোর কে আটক করা হয়।আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ এর দ্বীন ইসলাম (৪৫), নুর ইসলাম (৩৭) ও রাসেল (২৬)।
পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার সকালে হাসাইল এলাকার মিশুক চালক রিফাত এর মিশুক গাড়ি চুরি হলে তার বাবা মো: মন্টু সরদার ওইদিন দুপুরে থানায় একটি চুরির মামলা করে। পরে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলি’র দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোর কে আটক করা হয়।
টঙ্গীবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম জানান, মিশুক চুরির ঘটনায় থানায় মামলা হলে ওসি স্যারের নির্দেশনায় টঙ্গীবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করে ৩ চোর কে আটক করা হয়।