ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিপুল পরিমাণ আতশবাজি সহ ব্যবসায়ী আটক


মার্চ ১৪, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাগিয়া বাজার থেকে প্রায় ৯ লাখ টাকার অবৈধ আতশবাজি সহ ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করেছে র‍্যাব ১০।

গতকাল বুধবার রাত দশটার দিকে উপজেলার যশলং ইউনিয়নের বাগিয়া বাজার এলাকায় অভিযান চালালে ৫৩ হাজার ২৮৯ পিস আতশবাজি সহ তাকে আটক করা হয়। খেলাধুলা স্টোর নামের দোকানের মাধ্যমে সে দীর্ঘদিন যাবত বোমা আতশবাজি সহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় র‍্যাব। আটক ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলার আব্দুল আজিজ মৃধার পুত্র।
র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এসব তথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে টঙ্গীবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।