আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় মাসুদ রানা নামের এক প্রভাবশালীর নেতৃত্বে ময়লা পরিস্কার কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে আশুলিয়ার নবীনগর-আরিচা মহাসড়কে দিয়ে ময়লার গাড়ি যাওয়ার সময়ে গতিরোধ করে এই মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর অভিযোগ। পরে এঘটনায় পরিচ্ছন্নতা কর্মীদের পরিচালক ইমাম হাসান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মাসুদ আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়ন পরিষদের পানধোয়া এলাকার কালু মিয়ার ছেলে।
এ বিষয়ে ইমাম হাসান অভিযোগ করে বলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সম্মতিক্রমে বেশ কয়েকজন স্থানীয় জন প্রতিনিধিদের লিখিত অনুমতিক্রমে দীর্ঘদিন যাবত বাসা বাড়ির উচ্ছিষ্ট ময়লা ইউসুফ, টুটুল, বাচ্চু, রাসেল ও কাদের নামের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিষ্কারের কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন বাসা বাড়িতে জমিয়ে রাখা ময়লা আবর্জণা সংগ্রহ করে ময়লার গুদিতে ফেলতে যাওয়ার সময় পানধোয়ার স্থানীয় মাসুদ রানা, ফারুক ও বিল্লাল চৌধুরীর নির্দেশে হৃদয়, নাজমুল, হেলালসহ আরো অজ্ঞাত ৪/৫ জন ময়লা গাড়ির গতিরোধ করে এবং আমার কর্মীদেরক মারধর করতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলে লোকজন ছুঁটে আসলে তারা পালিয়ে যায়। ময়লা গাড়ির ড্রাইভার টুটুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আমি প্রায় ১ বছর যাবত মাসুদের সহযোগীরা আমাকে নানাভাবে হয়রানি করে আসছে। ময়লার ব্যবসা করতে হলে তাকে মাসোহারা হিসেবে ২০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলে দাবী করে আসছিলো। তার প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আজকে আমার লোকজনকে মারধর করে। পরে নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে বলেন, আমি ময়লার ব্যবসা দখল করতে যাবো কেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) আফজালুল হক বলেন, থানায় অভিযোগ হয়েছে, ভুক্তভোগী ফোন করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।