আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন পূর্বাশা সমাজ কল্যান সংসদ। শুক্রবার বিকেল ৪ঃ৩০ মিনিটে বেতকা উত্তর রায়পুর ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় সিরজদিখান উপজেলার ইছাপুর ফ্রেন্ডস ফরয়্যাবার ও টঙ্গীবাড়ীর বেতকা উত্তর রায়পুর বেপারী বাড়ি। উক্ত খেলায় বেতকা উত্তর রায়পুর বেপারী বাড়ি ২-০ গোলে জয়লাভ করে।
বিশিষ্ট সমাজ সেবক মো:মামুন বেপারীর সভাপতিত্বে ও বেতকা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: সাখাওয়াত হোসেন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, সাবেক বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী খান মোক্তার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক মাঝি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইদ্রিস, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন সরকার,বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফ হোসেন বাদল, বেতকা পূর্বাশা সমাজ কল্যান সংসদ এর সভাপতি আবু বক্কর খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল বেপারী, আরিফ খান মানিক খান বিপ্লব সরকার মুন্সীগঞ্জ পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর বেপারি, বেতকা ইউপি সদস্য নাসিমা বেগম প্রমুখ।