ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

মহেশপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনে আটক ৫


মার্চ ৫, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে এক মানসিক ভারসাম্যহীন(পাগলী)নারীকে মারপিটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪-মার্চ)পাগলী নারীকে মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন জলিল তরফদারের ছেলে মহির তরফদার(৪৫),খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন(৩৫),মহির উদ্দিনের ছেলে রাব্বি তরফদার (১৬),নুরুল-আমিনের ছেলে তারিক মনোয়ার(১৬), সানোয়ারের ছেলে ওসমান (১৬)। উপজেলার নেপা ইউপির খোশালপুর বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,সোমবার দুপুর ৩টার দিকে খোশালপুর বাজারে দোকানের সামনে শুয়ে ছিলো মানসিক ভারসাম্যহীন ঐ নারী। দোকান খোলার সময় দোকানদার পাগলীকে চলে যেতে বললে পাগলী দোকান মালিকের উপর ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েক জন মিলে লাটিসোটা দিয়ে পাগলীকে ব্যাপক ভাবে নির্যাতন করে। মানসিক ভারসাম্যহীন নারী বিলু খাতুন (৪০) পলিয়ানপুর গ্রামের মৃতঃ হজো আলীর মেয়ে।এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানায়,মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করেছে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।