বিনোদন ডেস্কঃ ভারতীয় জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।সোমবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৪ইং) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রাম দেয়া এক পোস্টে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যুর সংবাদ জানানো হয়। বলা হয়েছে, অত্যন্ত ভারি মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না।বিখ্যাত এ গজল সম্রাট ক্যারিয়ারে চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময় পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। নশা, পয়মানা, হসরত, হামসফর -এর মতো এছাড়া বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার একান্ত ঝুলিতে।