(পঞ্চগড় জেলা)প্রতিনিধি : সীমান্তে বন্যহাতির আক্রমনে নুরুজ্জান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনাটি মঙ্গলবার(২০ফেব্রয়ারী) বিকালে দক্ষিন কাসিমগঞ্জ গ্রামে ঘটেছে।নিহত যুবক বাংলাবান্ধা ইউনিয়নের অন্তর্গত দক্ষিন কাসিমগঞ্জ গ্রামের বাসিন্দা আবুলের পুত্র।ওই বন্যহাতিটি আক্রমন চালিয়ে বিভিন্ন মৌসুমী ফসলী জমিসহ ঘরবাড়ি ক্ষতি করেছে
এলাকাবাসি এ পুলিশ সুত্রে
জানা যায়, পঞ্চগড় জেলা তেতুলিয়ায় উপজেলা ১ নং বাংলাবান্ধা ইউপির অন্তর্গত দক্ষিন কাসিমগঞ্জ একটি ভুট্রা ক্ষেতে র মধ্যে ভারতীয় বন্যহাতি আক্রমন করলে সে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেতুলিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎসক তার অবস্থার অবনতি দেখে পঞ্চগ ড় আধুনিক হাসপাতালে প্রেরন করেন।এদিকে বন্যহাতির আক্রমনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতংক সৃষ্টি হয়েছে।সর্বশেষ খবরে জানা যায়,ওই এলাকা জনসাধারন
পুলিশ, বিজিবি হাতাটি কে ভুট্রা ক্ষেতে মধ্যে ঘেড়াও করে রেখেছে। এব্যাপারে তেতুলিয়ার ইউএনও মোঃ ফজলে রাব্বি এবং মডেল থানা পুলিশের ওসি সুজয় কুমার এ খবরের সত্যতা জানিয়েছেন।অন্যদিকে ভারতীয় ফুলবাড়ি ক্যাম্পের সীমান্ত র ক্ষী বাহিনী বিএসএফ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির কাছে
বন্যহাতি ফিরে পাওয়ার জন্যে দাবী জানিয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘাতক বন্যহাতি ভুট্রা ক্ষেতে রয়েছে।