ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হচ্ছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার


ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : দৌয়া-মোছার শেষে চলছে আল্পনার কাজ। প্রয়ান্তরের আঁচড়ে সেজেছে বর্ণিল সাজে। কালশিপরা জানান, ১৫ই ফেব্রুয়ারী থেকে তারা আল্পনার কাজ শুরু করছেন। কালকের মধ্যে তাদের কাজ শেষ হবে। কারুকার্যে ১০ থেকে ১২ জন শিল্পী কাজ করছেন।কারুকার আর্টের পরিচালক রিপাত বলেন, প্রায় আট বছর যাবৎ আমি শহীদ মিনারে কারুকার্য করি। বিশেষ করে কারুকার আমার পেশা। অন্য জায়গার চেয়ে শহীদ মিনারের কারুকাজ করতে ভালো লাগে। আমাদের কাজ শেষের দিকে। আজকের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা।আরেক কারুকার জানান, আমরা ফেব্রুযারীর ১৫ তারিখ থেকে এই কাজ করতেছি। আর আমার থেকে অনেক ভালো লাগতেছে। শহীদদের স্মৃতিচারণে আমরা এই আল্পনার কাজ করছি, দেশের স্বার্থে। ইনশাআল্লাহ শীগ্রই ২০ তারিখের মধ্যে আমাদের পুরো কাজ শেষ হবে। আর সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।জানা যায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পর্ক অর্পন করা হবে। সে লক্ষ্যে শহীদ মিনারকে বর্ণিলভাবে সাজানো হচ্ছে। যা বাস্তবায়নে রয়েছেন লক্ষ্মীপুর পৌরসভা।লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া বলেন, প্রতি বছরই পৌরসভা শহীদ মিনারকে বর্ণিল ভাবে রাঙ্গিয়ে তোলে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ভাষা শহীদদের জন্য প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।