ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানে ২০০টি সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এবং অপরাধীদের শনাক্তে লক্ষ্মীপুর পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানে ২০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার গুরুত্বপূর্ণ মোড় ও আঞ্চলিক মহাসড়কে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা দৈনিক ভোরের খবরকে বলেন, ২০২৩ সালের জুলাই মাসে মো. তারেক বিন রশিদ পুলিশ সুপার হিসাবে লক্ষ্মীপুরে যোগ দেন। তিনি অপরাধ কমাতে এসব সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেন। সে অনুযায়ী গত বছর ৭ অক্টোম্বর ৮১টি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০০ ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। যা শেষ হয় গত ৩১ ডিসেম্বর।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ বলেন জেলা শহরের ২৬ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ সব কিছু নজরদারি করছে। এতে শহরের অপরাধ কমতে শুরু করেছে। পুরো সিস্টেম কন্ট্রোল করার জন্য পুলিশের দক্ষ টিম কাজ করছে। ২৪ ঘণ্টা ওই টিম ২৬ কিলোমিটার এলাকার সব কিছু মনিটরিং করছে।