ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪

হতাশ সরকার বিএনপি নয়– শিমুল বিশ্বাস।


ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

রুবেল শেখ :বিএনপির ডাকে ৯৫ শতাংশ ভোটার ৭’জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করেছে। দেশের নিরংকুশ সাধারণ মানুষ বিষ্ময়করভাবে বিএনপিকে নৈতিক বিজয় দিয়েছে। ৭’জানুয়ারী দুপুর পর্যন্ত ভোটের প্রকৃত সংখ্যা দেখে আওয়ামী মহল উৎকন্ঠিত ও বিচলিত হয়ে পড়ে। তড়িঘড়ি ভোটের প্রকৃত হার বদলে কৃত্রিমভাবে বৃদ্ধি করে দেখায়। এতে করে তাদের কোন লাভ হয়নি। দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল ইতিমধ্য প্রকৃত তথ্য জেনে গেছে।ফলে আওয়ামী মহলের হতাশা ঢাকা দেওয়ার জন্য সরকার নতুন করে দমনপীড়ন ও ভয়ভীতি দেখাতে শুরু করে দিয়েছে। এতজুলুম এত অত্যাচারের মুখেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা আত্মসমর্পন করেনি। নেতাকর্মীরা দলের ঘোষিত নতুন কর্মসূচী পালনের জন্য রাজপথে থেকে নতুন করে গ্রেফতার বরণ করছে। বিএনপি নেতাকর্মীদের এই মনোবল ও ত্যাগ দেখে সরকার সত্যিই বিচলিত। সরকার নিজের হতাশা ঢাকা দেওয়ার জন্য চক্রান্তের মাধ্যমে বিএনপির মধ্য হতাশার বিস্তার ঘটাতে চায়।এ জন্য সরকার তাদের দালাল মিডিয়াকে মাঠে নামিয়েছে।

একটি দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে বিএনপি জনমতের প্রতি শ্রদ্ধাশীল। দেশের এই সংকটময় মূহুর্তে বিএনপি ক্ষমতার চেয়ে জনতার কাতারে থাকাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে।সে কারনে বিএনপি আওয়ামীলীগের পাতানো ডামি নির্বাচনে যায়নি। দেশের মানুষের আবেগ, অনুভূতি, আর প্রত্যাশার সাথে বিএনপি বিশ্বাস ঘাতকতা করেনি।ক্ষমতার চেয়ে বিএনপির কাছে দেশ ও দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব অনেক বড়। বিএনপির রাজনীতি দেশরক্ষার রাজনীতি। দেশের মানুষের মুক্তির রাজনীতি।গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি। এ কারনেই শহীদ জিয়া এতবেশী জনপ্রিয় এবং বিএনপি এত জনপ্রিয় একটি রাজনৈতিক দল।

কারো প্ররোচনায় হতাশা প্রচার করবেন না, আশা দিন, ভরসা দিন, বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকুন।পরিস্হিতি যতটা প্রতিকূল দেখছেন ততটা কিন্তু নয়।বিএনপির চাইতে সরকার ও আওয়ামীলীগ এখন আরো অনেকবেশী বিপদে রয়েছে।ভালোকরে খোঁজ নিন দেখবেন কোন কিছুর উপর সরকারের কোন নিয়ন্ত্রন নেই।চারিদিকে ফিশফাস শুরু হয়ে গেছে।এই মূহুর্তে ধর্য্যের সাথে পরিস্হিতি মোকাবিলা করুন। করনীয় ঠিক করুন।নতুন উদ্দোমে সংগঠন শক্তিশালী করার কাজে ঝাপিয়ে পড়ুন। আলো আসবেই। অচিরেই হাসিনার দুঃশাসন ও ফ্যাসিবাদের পতন ঘটবে ইনশাল্লাহ।

লেখকঃ এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।