ঢাকামঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে অচরণ বিধি লঙ্ঘন করায় তিন এমপি প্রার্থীর সমর্থককে ২১ হাজার টাকা জরিমানা


জানুয়ারি ২, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ,বিকল্প ধারা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর অপরাধে কুলা মার্কার সমর্থক শান্ত পারভেজ, নৌকা মার্কার সমর্থক মারুফ শেখ ও সাইফুল ইসলামসহ তিনজনকে ৬হাজার এবং দুপুর ২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর আল আমিন মার্কেট এলাকার ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. দুলাল মিয়ার বাড়ি খিচুড়ি রান্না করার দায়ে তাকে ১৫হাজারসহ মোট ২১হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। পরে রান্না করা খাদ্য সামগ্রী স্থানীয় তিনটি এতিম খানায় বিতরণ করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।